২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেল টিম ইন্ডিয়া (Team India)। কেএল রাহুল ও ইশান কিষানের ব্যাটের উপর ভর করে সাত উইকেটে ম্যাচ জিতল কোহলির দল। ইংল্য়ান্ডের ১৮৮/৫ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে মাত্র তিন উইকেট ১৯২ রান তুলে নিল ভারত।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। এদিন অইন মর্গ্যান খেলেননি। তাঁর বদলে ইংল্যান্ডের নেতৃত্ব দেন জস বাটলার। ইংল্যান্ডের ব্যাটিংয়ে রান তোলার গতি বাড়িয়ে দেন জনি বেয়ারস্টো ও মঈন আলি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান করে তারা।
ব্যাট হাতে দলের জয়ের রাস্তা তৈরি করে দিলেন দুই ওপেনার রাহুল ও ইশান। রাহুল মাত্র ২৪ বলে ৫১ রান করেন। ৪৬ বলে ৭০ রান করেন তরুণ ইশান। শেষ দিকে ১৪ বলে ২৯ রান করে অপরাজিত রইলেন পন্থ। ফলে অনায়াসে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া।