দেশে আবার বাড়ল আক্রান্তের সংখ্যা। একদিনে ২৬৭২৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
তবে আশা যোগাচ্ছে সুস্থতার সংখ্যাও। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৮৬%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, একদিনে সুস্থ হয়েছেন ২৮,২৪৬ জন।
মৃত্যু হয়েছে ২৭৭ জনের। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২,৭৫,২২৪। টোটাল কেসের সংখ্যা ৩,৩৭,৬৬,৭০৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩,৩০,৪৩,১৪৪ জন। মোট মৃত্যু হয়েছে ৪,৪৮,৩৩৯ জনের।