দেশে করোনা সংক্রমণ ফের কিছুটা নিম্নমুখী।
শনিবারের সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬১৭ জনের।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪০ হাজার ১৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন।