দেশে আপাতত স্বস্তি দিচ্ছে নিম্নমুখী করোনা(Corona) গ্রাফ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৮ জন। এর পাশাপাশি ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ১৫ হাজার ৯৫১ জন।
দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৮১৬। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থতার হার ক্রমেই বাড়ছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.১৯ শতাংশ।
দেশে এখনও পর্যন্ত কোভিড(Covid) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ৩১৮ জন।