দীপাবলির আগে স্বস্তি দিচ্ছে দেশের নিম্নমুখী কোভিড গ্রাফ(Covid Graph) । সোমবার দেশে অনেটকাই কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের(Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ১২ হাজার ৭১৮ জন।
সোমবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার ৫৬০। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৪৩৭ জনের। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২০%
Coronavirus: দুয়ারে দীপাবলি, বাড়ছে করোনা নিয়ে উদ্বেগ, রাজ্যে ফের বাড়ল কোভিড গ্রাফ
রাজ্যগুলির মধ্যে রবিবারও দৈনিক সংক্রমণ বেশি কেরালায়। এরপরেই রয়েছে ওড়িশা। অন্যদিকে, মোট আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।