সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে (India) নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৫,৩২৬ জন। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮,০৪৩ জন।
বর্তমানে দেশে মোট সক্রিয় কোভিড(Covid) রোগীর সংখ্যা ৭৯ হাজার ০৯৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪১ লক্ষ ৯৫ হাজার ৬০ জন। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন(Vaccine) নিয়েছেন ১৩৮ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ১৮১ জন।
আরও পড়ুন- WB covid bulletin: একদিনে অনেকটা কমল রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৭ জনের
সংক্রমণ শীর্ষে রয়েছে মহারাষ্ট্র(Maharastra)। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এরপর তালিকায় দ্বিতীয় ঝাড়খন্ড(Jharkhand), এবং তৃতীয় চন্ডীগড়(Chandigarh)। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৫ এবং ১১।