টোকিও অলিম্পিক্সের আসরে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদক জিতল ভারত। তৈরি হল নতুন ইতিহাস। ১৯৮০ সালে শেষবার অলিম্পিক্স হকিতে পদক জিতেছিল ভারত। ৪১ বছর পর ফের ইতিহাস গড়ল ভারতীয় হকি দল।
সেমিফাইনালে শক্তিশালী জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে দিল ভারত। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করলেন ভারতীয় যোদ্ধারা। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৩-৩। অতিরিক্ত সময়ে ৩-৫ গোলে এগিয়ে যায় ভারত৷ শেষ লগ্নে জার্মানি একটি গোল শোধ করে।
ভারতের হয়ে জোড়া গোল করে নায়ক সিমরনজিৎ। দুরন্ত পারফর্ম করেছেন গোলরক্ষক শ্রীজেশও।