ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (India v England) প্রাথমিক ধাক্ক সামলে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে তাদের রান ৩ উইকেটে ১১৯। মাত্র ২৩ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের৷ কিন্তু তারপর রোরি বার্নসকে নিয়ে লম্বা পার্টনারশিপ গড়ে তোলেন জো রুট। তিনি (Joe Root) ৪৮ এবং জনি বেয়ারস্টো ৬ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে দু'টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ (Md. Siraj), একটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি (Md Shami)। এর আগে প্রথম ইনিংসে ৩৬৪ রান তোলে ভারত।