রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে লর্ডস টেস্ট। ইংল্যান্ড বোলারদের দাপট সত্ত্বেও দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে লড়াই করলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৮১, পড়ে গিয়েছে ৬ উইকেট। ইংল্যান্ডের চেয়ে ১৫৪ রানে এগিয়ে ভারত। সোমবার ম্যাচের শেষ দিন। ভারত দুশো রানের লিড নিতে পারলে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত বলে মত বিশেষজ্ঞদের। কারণ পিচ ভাঙছে, বল ঘুরতে শুরু করেছে।
রবিবার ১৪৬ বলে ৬১ রান করলেন রাহানে। অন্যদিকে পূজারা দুরন্ত লড়াই করলেন। চাপের মুখে ২০৬ বলে ৪৫ রান করে ফিরলেন তিনি।
এই দুই ব্যাটসম্যানের মরিয়া লড়াই ম্যাচে রাখল ভারতকে। এখন ব্যাট করছেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ৷ সঙ্গে ইশান্ত শর্মা।