ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে লড়াই দিচ্ছে ভারত। প্রথম ইনিংসে ৯৯ রানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতের রান বিনা উইকেটে ৪৩। ২০ রানে ব্যাট করছেন রোহিত শর্মা। তাঁর সঙ্গী কে এল রাহুল অপরাজিত ২২ রানে।
প্রথম ইনিংসে ভারতের ১৯১ রান তাড়া করতে নেমে বিপদে পড়েছিল ইংল্যান্ড। কিন্তু লোয়ার মিডল অর্ডার আর টেল এন্ডারদের দারুণ ব্যাটিংয়ে ভর করে তারা লিড নেয় ৯৯ রানের। পোপ করেন ৮১ রান। ওকসের অবদান ৫০। ভারতের হয়ে ৩ উইকেট নেন উমেশ যাদব।
আপাতত দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে ৫৬ রানে। অন্তত দুটো বড় পার্টনারশিপ হলে ম্যাচে ফিরতে পারে টিম ইন্ডিয়া।