অলিম্পিক্স হকিতে ইতিহাস। ৪১ বছর পর সেমিফাইনালে উঠল ভারত। রবিবার কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে ৩-১ ব্যবধানে হারাল তারা। ইতিহাস তৈরি করল মনপ্রীত সিংহের দল।
প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে ভারত। তার ফায়দাও তুলে নেয় তারা। ৭ মিনিটের মাথায় অসামান্য দলগত প্রচেষ্টায় গোল করেন দিলপ্রীত সিংহ। প্রথম কোয়ার্টারে চাপ বজায় রেখেছিল ভারত।
দ্বিতীয় কোয়ার্টারের শুরু ফের গোল। এবার গুরজন্ত সিংহ। ব্রিটেনের ডিফেন্ডারদের বোকা বানিয়ে তাঁদের পায়ের তলা দিয়ে গোল করেন গুরজন্ত।