ওমিক্রন (Omicron) রুখতে বিশেষ প্রস্তুতি নিল ভারতীয় রেল (Indian Railway)। জারি করা হল বিশেষ নির্দেশিকা।
রেলের তরফে প্রকাশিত নয়া নির্দেশিকায় বলা হয়েছে, রেলের সবকটি স্বাস্থ্যকেন্দ্রেই হবে ওমিক্রন আক্রান্তদের চিকিৎসা। রাখতে হবে পর্যাপ্ত ওষুধপত্রের ব্যবস্থা। পর্যাপ্ত পরিমাণে পিপিই কিট যাতে থাকে,তাও নিশ্চিত করতে হবে।
National Covid Tally: দেশে নতুন করে কোভিড আক্রান্ত হলেন ৮৬০৩ জন, মৃত্যু হয়েছে ৪১৫ জনের
একই সঙ্গে রেলওয়ে জানিয়েছে, ওমিক্রন আবহে স্টেশন চত্বরে করোনা (Coronavirus) সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ কঠোর ভাবে মেনে চলতে হবে। কেউ নিয়ম ভাঙলে নিতে হবে করা ব্যবস্থা। ইতিমধ্যেই এই নির্দেশিকা সবকটি ডিভিশনের জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো হয়েছে।