স্বস্তি দিচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণের নিম্নমুখী গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১০,১২৬ জন। যা সোমবারের তুলনায় ১১ শতাংশ কম। আক্রান্তের এই সংখ্যা গত ২৬৬ দিনের মধ্যে সর্বনিম্ন। তবে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসের বলি ৩৩২ জন, যা সোমবারের তুলনায় অনেকটাই বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে কমছে কোভিড অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ৪০ হাজার ৫৩৮ জন। সুস্থতার হার এই মুহূর্তে ৯৮.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১১ হাজার ৯৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৮৬ জন। আর এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৩৮১ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ লক্ষ ৮ হাজার ৪৪০ জন ভ্যাকসিন পেয়েছেন।