স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন। সোমবারের তুলনায় সংখ্যাটা বেশ কম। একদিনে করোনার বলি দেশের ৩৩৯ জন। গত একদিনে বেশ খানিকটা বাড়ল দৈনিক মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ১২৭ জন।
এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেস ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন। মোট করোনা আক্রান্ত ৩, ৩২,৮৯, ৫৭৯। আর সুস্থতার সংখ্যা ৩,২৪,৮৪,১৫৯। মহামারী ছোবলে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জন।