দেশে ফের করোনা সংক্রমণ নিম্নমুখী। কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ত অনুযায়ী , শুক্রবার কোভিডে (Covid 19) দৈনিক আক্রান্ত ২৯,৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। দেশে মোট কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত কোভিড জয় করে ফিরেছেন দেশের ৩ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৩১৯ জন।
এখনও পর্যন্ত ৮৪ কোটি ৮৯ লক্ষ ২৯ হাজার,১৬০ জন করোনা টিকা পেয়েছেন।