শুক্রবার দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা(Corona) আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৬ জন । কমেছে মৃতের সংখ্যাও । গত ২৪ ঘন্টায় মৃত্যু(Death) হয়েছে ৩৯১ জনের । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮ হাজার ৬১২ জন ।
দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৯৭৬ । এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৭৫৭ জন । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ১১৫ জনের । এখনও পর্যন্ত কোভিড(Covid) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৬৬৬ জন ।
আরও পড়ুন, Omicron Case in India: ভারতেও মিলল ওমিক্রন আক্রান্তের খোঁজ, চূড়ান্ত সতর্কতা স্বাস্থ্য মহলে
এদিকে, করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের আতঙ্কে কাঁপছে গোটা পৃথিবী । ভারতেও ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে । দু'জনের শরীরের মিলেছে ওমিক্রমনের হদিশ । তাঁরা কর্নাটকের বাসিন্দা ।