সরকারি হিসেব বলছে ৪ লক্ষ ১৪ হাজার। আর মার্কিন এক সংস্থার রিপোর্ট বলছে ৪৯ লক্ষ। পরিসংখ্যান গুলো কোভিডে ভারতের মোট মৃতের সংখ্যার। ওয়াশিংটনের সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট -এর একটি রিপোর্ট বলছে, ভারতের সরকারি হিসেবের তুলনায় দশ গুণ বেশি মৃত্যু হয়েছে করোনায়। রিপোর্ট তৈরির কাজে যুক্ত ছিলেন ভারতের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রামনিয়াম।
মৃত্যুর সরকারি হিসেবের নিরিখেই বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম এবং দ্বিতীয় স্থানে যথাক্রমে আমেরিকা এবং ব্রাজিল। চলতি এপ্রিল মে তে দেশে ভয়ঙ্কর বেড়েছিল করোনা সংক্রমণ, কেন্দ্রের হিসেবই বলছে শুধু মে মাসেই কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭ হাজার মানুষের। কিন্তু বাস্তবে, মৃতের সংখ্যা নাকি সরকারি হিসেবের দশগুণ, তেমনই বলছে রিপোর্ট।