T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) টস ভাগ্যই কাল হল টিম ইন্ডিয়ার (Team India)। প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১১০ রান তুলল বিরাট ব্রিগেড। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। তিন উইকেট তুললেন ট্রেন্ট বোল্ট (Trent Boult)।
প্রথমে উইকেট তুলে নিয়ে পাকিস্তান ম্যাচের মতোই ভারতীয় শিবিরে চাপ বাড়াল নিউজিল্যান্ড (New Zealand)। এদিন রোহিতকে তিন নম্বরে পাঠিয়ে ইশান কিষানকে ওপেন করতে পাঠান অধিনায়ক বিরাট (Virat Kohli)। সেই পরিকল্পনাও কাজে আসেনি। ১৮ রান করে ফেরেন কেএল রাহুল। ৪ রান করে ফেরেন ইশান কিষান। ১৪ বলে ১৪ রান করেন রোহিত শর্মা। গত ম্যাচে তাও শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন বিরাট।
ভারতকে হারাতে পাক পেসার আফ্রিদির পথেই হাঁটতে চান ট্রেন্ট বোল্ট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ রান করে আউট হয়ে ফেরেন তিনি। ঋষভ পন্থ ১২ রান করেন। ২৩ রান করলেন হার্দিক পান্ডিয়া। বিরাট ও রোহিতের উইকেট তুলে নেন কিউয়ি বোলার ইশ সোধি।