কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা(Corona) আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন (গত ৫৪৩ দিনে সবথেকে কম)। একটু হলেও কমেছে মৃত্যু্র সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু(Death) হয়েছে ২৩৬ জনের।
স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২০২ জন।
দেশে সক্রিয়(Active) করোনা রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে। বর্তমানে দেশে সক্রিয়(Active) করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫৮৪ জন। ২০২০ সালের মার্চের পর গত ৫৩৬ দিনে এটিই একদিনে দেশের সবথেকে কমসংখ্যক সক্রিয় করোনা রোগীর সংখ্যা।