দুবাইয়ে শুক্রবার T20 বিশ্বকাপের (T20 World Cup 2021) গ্রুপ ম্যাচে ভারতের সামনে স্কটল্যান্ড। আফগানিস্তান ম্যাচে প্রথম জয় এসেছে ভারতের। টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে উঠতে গেলে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারাতেই হবে।
পাকিস্তান (Pakistan) ও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে হেরে T20 বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে জিতেছে বিরাট ব্রিগে়ড। স্কটল্যান্ড ম্যাচেও বড় জয় চাই টিম ইন্ডিয়ার। বিশ্বকাপে এখনও একটি ম্যাচেও জয় পায়নি স্কটল্যান্ড। এই ম্যাচে যতটা সহজ জয় আসবে, সেমিফাইনালে যাওয়ার রাস্তাও মজবুত হবে টিমের।
অবসর ভেঙে ফের বাইশ গজে! ইনস্টাগ্রামে ইঙ্গিত যুবরাজের
স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতলেও নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে টিম ইন্ডিয়াকে।