আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই টি২০ বিশ্বকাপের আসরে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান। তার আগে সকাল থেকেই শুরু হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় চেয়ে প্রার্থনা। গোটা দেশেই চলছে যজ্ঞে। ব্যতিক্রম নয় এই শহরও।
ভারত পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে সল্টলেক দত্তাবাদ কালী মন্দিরে চলছে হোম যজ্ঞ। জাতীয় পতাকা নিয়ে ভারতীয় টিমের খেলোয়াড়দের ছবি সামনে রেখে এই হোম যজ্ঞ চলছে। আকুল প্রার্থনার নির্যাস, চিরশত্রুকে হারিয়ে দিক বিরাট বাহিনী।