লর্ডসের মাটিতে দুর্দান্ত শতরান কে এল রাহুলের! তাঁর অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভর করে লর্ডস টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের উপরে জাঁকিয়ে বসেছে ভারত। দিনের শেষে তিন উইকেটে ২৭৬ রান তুলল টিম ইন্ডিয়া। আউট হয়েছেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা এবং অধিনায়ক বিরাট কোহলি। রোহিত করেন ৮৫। তৃতীয় উইকেটে মূল্যবান ১১৭ রান যোগ করেন বিরাট কোহলি ও রাহুল। শেষ বেলায় অলি রবিনসনের শিকার কোহলি। ৪২ রান করে আউট হন ভারত অধিনায়ক। রাহুলের সঙ্গে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে। তিনি ১ রানে ব্যাট করছেন।