নতুন রেকর্ড গড়ল T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ। ভারতে সবথেকে বেশি সময় ধরে দেখা হল এই ম্যাচ। এবার T20 বিশ্বকাপে এই ম্যাচের ভিউ দাঁড়াল ১৫৯০ কোটি মিনিট। যা এখনও পর্যন্ত সর্বাধিক।
সম্প্রচার হোক বা স্টেডিয়াম। ভারত-পাকিস্তান ম্যাচের মেজাজে দর্শক সংখ্যা বাড়তে থাকে। তবে এর আগে সর্বাধিক ভিউ ছিল ২০১৬ T20 বিশ্বকাপের (T20 World Cup 2016) সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া।
দুবাইয়ে T20 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেনি ভারত। তবু সম্প্রচারে দর্শক সংখ্যার নিরিখে অন্য সব দেশের থেকে এগিয়ে ভারত। এবার বিশ্বকাপে মোট ১১ হাজার ২০০ কোটি মিনিট ধরে ভারতের খেলা দেখেছেন ক্রিকেট প্রেমীরা।