T20 বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে বুধবার আফগানিস্তানের সামনে টিম ইন্ডিয়া। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে হেরে চাপে ভারত। আবু ধাবিতে বুধবার জিততেই হবে বিরাট ব্রিগেডকে।
পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে বড় ব্যবধানে হারলেও এখনও খাতায় কলমে শেষ চারে যাওয়ার সুযোগ আছে ভারতের। কিন্তু রাস্তা বেশ কঠিন। আফগানিস্তানও এবার T20 বিশ্বকাপে বেশ ভালো ফর্মে আছে। জিতেছে দুটি ম্যাচও। গ্রুপের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে টিম ইন্ডিয়া। দুই নম্বরে আফগানিস্তান। এই ম্যাচ না জিতলে কার্যত বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হবে ভারতের।
গত ম্যাচে টিমের ওপেনিং কম্বিনেশন পরিবর্তন করা নিয়ে প্রশ্ন উঠেছিল। আফগানিস্তান ম্যাচে ফের ওপেন করতে পারেন রোহিত শর্মা। তবে বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর টস জেতা। দুবারই টস হারার পরই ম্যাচ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই ম্যাচে সব প্রতিকূলতাকে সরিয়ে রেখে জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।