শনিবার অলিম্পিকের দৌড়ে আরও একটু এগিয়ে গেল ভারত।পুলে-র প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দুরন্ত শুরু ভারতের।
ভারতের হয়ে জোড়া গোল করেন হরমনপ্রীত সিংহ। গোলরক্ষক শ্রীজেশ ফিরিয়েছেন বিপক্ষের একের পর এক আক্রমণ। । একেবারে শেষ বাঁশি বাজার আগে ঝাঁপিয়ে পড়েও দুরন্ত একটি সেভ করেন শ্রীজেশ। সব মিলিয়ে পুল এ-র প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্ট নিয়ে শেষ করল ভারত। পুল এ-তে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া