টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক এল ভারোত্তলন বিভাগে।
৪৯ কেজির ভারত্তোলন বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে সব মিলিয়ে ২০২ কেজি ওজন তুলএ রুপো জিতলেন ভারতের মীরাবাঈ চানু।
শনিবার টোকিও অলিম্পিক্সে তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টে দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পরেই হকিতে সুখবর। পুল এ-র প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিল ভারত।