অতিরিক্ত ক্রিকেটের চাপে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত টিম ইন্ডিয়ার অধিকাংশ ক্রিকেটার। বিদায়ের আগে এমনটাই বলে গেলেন রবি শাস্ত্রী (Ravi Sashtri)। এর আগেও পরপর ম্যাচ নিয়ে বারবার অভিযোগ তোলেন প্রাক্তন ক্রিকেটাররা। শাস্ত্রীর দাবি, টানা ক্রিকেটের ধকল নেওয়ায় ক্লান্ত টিমের ক্রিকেটাররা। T20 বিশ্বকাপের (T20 World Cup 2021) মাঝপথে বিদায় নেওয়ার আগে খোলাখুলি ড্রেসিংরুমের অন্দরের কথা জানালেন তিনি।
নামিবিয়া ম্যাচে ওয়ান ডে ক্রিকেটের অধিনায়ক পদে শেষবার দেখা যাবে বিরাট কোহলিকে (Virat Kohli)। বিশ্বকাপের নিয়মরক্ষা ম্যাচের আগে শাস্ত্রী বললেন, " তাঁর বয়স হয়েছে। তাই ক্লান্ত। সেটা মেনে নেওয়া যায়। কিন্তু টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। সেটা কখনও একটা টিমের পক্ষে কাম্য নয়।"
ভারতীয় ক্রিকেটে 'শাস্ত্রী যুগ'-এর অবসান, রইল বিরাট-শাস্ত্রী জুটির কিছু চিত্তাকর্ষক তথ্য
বিশ্বকাপ শেষ হওয়ার দশদিনের মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরপরই দুমাস দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন রোহিতরা। ফিরে আসার পর ঘরের মাঠে পরপর শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। এরপর আইপিএল। আইপিএলের পর আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।