ভারতের কিছু বেসরকারি হাসপাতাল ইতিমধ্যেই রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের অর্ডার বাতিল করেছে। এর পাশাপাশি তারা কোভিড-১৯ টিকা বিক্রির আপ্রাণ চেষ্টা করছে। সরকারপ্রদত্ত অন্যান্য ভ্যাকসিনের বিনামূল্যে ডোজ সরবরাহের মধ্যেই এই টিকা বাতিলের ঘোষণা করা হয়েছে। বেশকিছু শিল্পপতির মতে কম চাহিদা এবং অত্যন্ত ঠান্ডা তাপমাত্রার কারণে কয়েকটি হাসপাতাল স্পুটনিক ভি -এর অর্ডার বাতিল করার জন্য প্ররোচিত করছে।
পুনের ভারতী বিদ্যাপীঠ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ঊর্ধ্বতন স্বাস্থ্য আধিকারিকের কথায় মাত্র ১% মানুষ স্পুটনিকের জন্য যেতে চেয়েছিল। অন্যরা বরং যেকোনো কোভিড টিকার কথাই বলেছে। ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজ কর্তৃক জুনের লঞ্চ ইভেন্টের পর থেকে, স্পুটনিক ভি’র মাত্র 9,43,000 ডোজ হাসপাতালের মাধ্যমে দেওয়া হয়েছে, যা জাতীয় মোট 876 মিলিয়নের একটি ভগ্নাংশ।
অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, যা নিয়মিত রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায়। বরং স্পুটনিক ভি ঠিক এর উল্টো, যার প্রয়োজন তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াস। এটি হল স্পুটনিক ভি এর ব্যাপক চাহিদার পথে প্রধান অন্তরায়। শুধু তাই নয়, স্পুটনিক ভ্যাকসিন বেসরকারি বাজারে অ্যাস্ট্রাজেনেকার চেয়ে 47% বেশি ব্যয়বহুল। কোভিশিল্ড, ভারতের দেওয়া মোট টিকা প্রায় 88%, তারপরেই তালিকায় নাম রয়েছে ভারত বায়োটেক এর কোভাক্সিনের।