দুরন্ত লড়াই করেও পারল না ভারত। গ্রেট ব্রিটেনের কাছে হেরে শেষ হয়ে গেল মহিলা হকি দলের পদক জেতার স্বপ্ন। ৪-৩ গোলে ভারতীয় দলকে হারিয়ে টোকিও অলিম্পিকের আসরে ব্রোঞ্জ জিতে নিল গ্রেট ব্রিটেন।
ম্যাচের প্রতিটি কোয়ার্টারেই গ্রেট ব্রিটেনের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে ভারত। তবে চতুর্থ কোয়ার্টারে প্রবল আক্রমণ শুরু করে ব্রিটেন। ভারতীয় গোলমুখে তৈরি হয় আতঙ্ক। একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে ব্রিটেন। অবশেষে তেমনই একটি পেনাল্টি কর্নার থেকে জয়সূচক গোল করে তারা।
হারলেও ভারতীয় দলের মরিয়া লড়াই নজর কেড়েছে। এই প্রথম অলিম্পিকের আসরে পদক জয়ের এত কাছে পৌঁছে গিয়েছিল ভারত৷ এর আগে কখনও অলিম্পিকের শেষ চারে পৌঁছতে পারেননি ভারতের মহিলা হকি খেলোয়াড়রা।
দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত পদক ছুঁতে না পারায় ম্যাচ শেষে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন ভারতীয় তারকারা। কিন্তু তাঁদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।