নিম্নচাপের জেরে গত দুদিনের টানা বৃষ্টি। আর তাতেই ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকার ধানচাষিরা। শনি ও রবিবার বাঁকুড়া(Bankura) জেলাজুড়ে বৃষ্টি হওয়ায় ইন্দাস(Indus) ব্লকের বিস্তীর্ণ এলাকাজুড়ে ধানের(Paddy) ব্যাপক ক্ষতি হয়েছে।
অতিবৃষ্টির কারণে কয়েক বিঘে জমির ধান(Paddy) মাটিতে শুয়ে পড়েছে। কোথাও আবার চাষি ধান কাটলেও সেই ধান ঘরে তুলতে পারেননি, ফলে জমির ধান জমিতে রয়ে গেছে। এখন সেই ধান চাষিরা(Farmers) ঘরে তুলতে পারবেন না। ফলে সবদিক থেকেই ধানচাষিদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
Anubrata Mondal: ‘ভয়ঙ্কর অন্যায় হয়েছে’, গত পঞ্চায়েত ভোট নিয়ে ‘ভুল’ স্বীকার অনুব্রতর
পাশাপাশি অনেক চাষি রয়েছেন, যাঁরা ঋণ(Loan) নিয়ে ধান চাষ করেছেন। ধান বিক্রি করে ঋণ শোধ করবেন ভেবেছিলেন অনেকে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে ধানের যা ক্ষতি হল, তাতে আগামীদিনে সেই ঋণ(Loan) কীভাবে শোধ করবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাঁদের।
তবে শুধুমাত্র ধান চাষিরা নন, আলু চাষি, সবজি চাষিরাও নিম্নচাপের বৃষ্টির ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাই আগামীতে রাজ্য সরকারের সহযোগিতা না পেলে সংসার চালানো দুষ্কর হয়ে পড়বে এই চাষি পরিবারগুলির।