নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে এনকাউন্টারে জখম হওয়া পুলিশকর্মীর শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার গুরুতর আহত হন স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর কার্তিকমোহন ঘোষ। তাঁর বাঁ কাঁধ ফুটো করে বেরিয়ে যায় গুলি। বর্তমানে সল্টলেক আমরিতে ভর্তি ওই পুলিশ অফিসার। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কাঁধের যে অংশে আঘাত, আজ তার এমআরআই হবে। পাশাপাশি হবে ইএমজি পরীক্ষা। বুলেটের আঘাতে নার্ভের কতটা ক্ষতি হয়েছে জানতেই এই পরীক্ষা হবে। পরীক্ষার রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।