আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে আর্ন্তজাতিক যাত্রীবাহী বিমান চলাচল (International Flights)। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে ভারত সরকার (Government of India)। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) জন্যই এই সিদ্ধান্ত।
ভারতে কোভিডের সংক্রমণ কমে আসার পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল, ১৫ ডিসেম্বর থেকে চালু হবে আর্ন্তজাতিক উড়ান। কিন্তু ওমিক্রনের দাপটে সেই সিদ্ধান্তে বদল আনা হল।
India Covid Update : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৯,৪১৯ জন, মৃত ১৫৯
একইসঙ্গে, বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড মোকাবিলার জন্য জরুরি আটটি ওষুধের যথেষ্ট স্টক রাখতে বলা হয়েছে। হাসপাতালেও পর্যাপ্ত বেড রাখতে বলা হয়েছে কোভিড রোগীদের জন্য৷