আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ বি ডেভিলিয়ার্সের দুরন্ত ব্যাটে ভর করে রোহিত শর্মাদের হারালেন বিরাট কোহলিরা। টানটান ম্যাচের ফয়সালা হল শেষ বলে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৯/৯ রান তোলে মুম্বই। ক্রিস লিন ৪৯, সূর্যকুমার যাদব ৩১ করেন। আরসিবির হর্ষল প্যাটেল ২৭ রানে নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে ম্যাচ জিতে নেন কোহলিরা। এবিডি ৪৮, ম্যাক্সওয়েল ৩৯ রান করেন। মুম্বইয়ের বুমরাহ ২ উইকেট নেন ২৬ রানে।