১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্দশ সিজনের বাকি ম্যাচগুলির খেলা। শনিবার আইপিএলের ভাগ্য নির্ধারণ করতে আলোচনায় বসেছিল বিসিসিআই। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এই টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত করা হয়েছিল। অবশেষে বাকি ৩১টি ম্যাচের জন্য বিসিসিআই-এর তরফে সংযুক্ত আরব আমিরশাহীকেই বেছে নেওয়া হয়েছে।