৮ দলের পরিবর্তে ১০ দল নিয়ে ২০২২ আইপিএল(IPL franchise) অনুষ্ঠিত হতে চলেছে। আর নতুন দলের বেসপ্রাইস প্রায় ২ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে।
আগে নতুন দলের বেসপ্রাইস ধার্য করা হয়েছিল ১৭০০ কোটি টাকা। সেই মূল্য বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে।
এখনও পর্যন্ত যা খবর, তাতে ৭৫ কোটি টাকা দিয়ে বিড ডকুমেন্টস কিনতে হবে ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজিদের(IPL franchise)। যে সংস্থা বার্ষিক ৩ হাজার কোটি টাকা বা তার বেশি আর্থিক লেনদেন করে থাকে, একমাত্র তারাই একমাত্র আইপিএলের দল কেনার জন্য বিডে অংশ নিতে পারবে।