করোনা আবহে থমকে গিয়েছিল আইপিএল৷ তবে BCCI জানিয়েছিল, শেষ করা হবে টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ আয়োজিত হবে, আগেই জানা গিয়েছিল। এবার তারিখও ঠিক হয়ে গেল।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।
এর আগে দেশের মাটিতে শুরু হয়েছিল এই মরসুমের আইপিএল। করোনা আবহের মধ্যেই শুরু হয়েছিল আইপিএল। কিন্তু পরপর অনেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ করে দিতে বাধ্য হয় BCCI।