রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারিয়ে দিল পঞ্জাব কিংস। সেই সঙ্গে ২ পয়েন্ট নিয়ে আইপিএল অভিযান শুরু করল প্রীতি জিন্টার দল। দুরন্ত সেঞ্চুরি করেও জেতাতে পারলেন না রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ৬৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেও ম্যাচের শেষে শুকনো মুখেই মাঠ ছাড়তে হল কেরলের ক্রিকেটারকে। যিনি আইপিএলে সোমবার একটি ইতিহাস গড়লেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে নেতৃত্ব দিতে নেমেই ব্যাটে সেঞ্চুরি করলেন সঞ্জু। তবে তাঁর কীর্তিও ম্লান হয়ে গেল পঞ্জাবের পেসার অর্শদীপ সিংহের বল হাতে পারফরম্যান্সে। শেষ ওভারে প্রবল চাপের মুখে মাত্র ৮ রান খরচ করলেন অর্শদীপ। সেই সঙ্গে তুলে নিলেন বিধ্বংসী সঞ্জুর উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট অর্শদীপের।