চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। জয়ের রাস্তা গড়ে দেন শিখর ধবন। ৫৪ বলে ১০টি চার ও ২ টি বিশাল ছক্কার সাহায্যে ৮৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন শিখর। আর ১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে তাঁকে যোগ্য সঙ্গত দেন পৃথ্বী শা। ৩৮ বলে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭২ রানের ঝোড়ো ইনিংস খেলেন পৃথ্বী। শিখরের সঙ্গে ১৩৮ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন মুম্বইয়ের ছেলে পৃথ্বী। তিনি আউট হয়ে ফিরে গেলেও দিল্লিকে জয়ের কার্যত দোরগোড়ায় পৌঁছে দেন শিখর ধবন। প্রথমে ফিল্ডিংয়ের সময় তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে চেনা থাই-ফাই সেলিব্রেশনেও মাততে দেখা যায় শিখরকে।চেন্নাইয়ের খাড়া করা ১৮৮ রানের লক্ষ্যমাত্রা সহজেই টেক্কা দিয়ে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস।