গত বছরের ধারাবাহিকতা বজায় রেখেই দারুণ শুরু করল এটিকে মোহনবাগান(ATKMB)। দুরন্ত ফর্মে হুগো বুমোস(Hugo Boumos)। জোড়া গোল করলেন এটিকে মোহনবাগানের মাঝমাঠের তারকা। গোল এল রয় কৃষ্ণার(Roy Krishna) পা থেকেও। তরুণ ভারতীয় তারকা লিস্টন কোলাসোও(Liston Colaso) দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোল করলেন। পোস্টে লাগল মনভীর সিংয়ের শট। নাহলে আরও গোল পেত সবুজ মেরুন।
আরও পড়ুন- ISL 2021: প্রথম ম্যাচেই দুরন্ত ফর্মে সবুজ-মেরুন শিবির, প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে রয় কৃষ্ণারা
৪-২ গোলে জিতল এটিকে মোহনবাগান(ATKMB)। কেরালার হয়ে দুটি গোল করলেন সাহাল(Sahal) এবং ডিয়াজ(Diaz)। প্রথম ম্যাচেই এল তিন পয়েন্ট৷ খুশি এটিকে মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস(Antonio Lopez Habas)৷ প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান(ATKMB)। দ্বিতীয়ার্ধে দুটি দলই একটি করে গোল করে।