কলকাতা পুরভোটের (KMC Election) দিন ঘোষণা হলেও রাজ্যের বাকি পুরসভার নির্বাচন কবে! রাজ্যের নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধানকড় (Jagdeep Dhankar)। বৃহস্পতিবার সকালে ৪৫ মিনিট নির্বাচন কমিশনারের (Election Commissioner) সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেখানেই উঠে এল এই প্রসঙ্গ।
রাজ্যের মোট পুরসভার সংখ্যা ১২৮টি। যার মধ্যে ১১২টির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সবকিছু নিয়েই রাজ্য নির্বাচন কমিশনারকে সওয়াল করেছেন রাজ্যপাল। জানা গিয়েছে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন নিয়েও জানতে চেয়েছেন রাজ্যপাল।
ইতিমধ্যে পুরভোটের দিনঘোষণা নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে বাকি পুরসভার নির্বাচন ঘোষণা নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।