কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার টুইট করে রাজ্যপাল লেখেন, "কলকাতা পুরভোটের প্রস্তুতি ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন নিয়ে জানতে চেয়ে ৭ ডিসেম্বর রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডাকা হয়েছে।" রাজ্যে অবাধ ও সুষ্ঠু ভাবে যাতে ভোট পরিচালনা করা যায়, তা নিয়েও টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
মঙ্গলবার পুরভোটে নিরাপত্তা নিয়ে রাজ্য কমিশনের কাছে রিপোর্ট পেশ করতে পারে কলকাতা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
সোমবার কমিশনকে কলকাতা পুলিশ রিপোর্ট জমা দেয়নি। পুরভোটের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার রিপোর্ট জমা দিতে পারে পুলিশ। কমিশন সূত্রে খবর, কলকাতা পুরভোট পুলিশের দায়িত্বেই করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।