jalpaiguri corona: জলপাইগুড়িতে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে। জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা তৈরি হয়েছে বেডের সমস্যা।
কারও ধুম জ্বর। কোনও শিশু ভুগছে পেটের অসুখে। কারোর উপসর্গ ঘন ঘন বমি। রোগীর ভিড়ে প্রায় সব বেডই ভর্তি শিশু ওয়ার্ডের। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্তমানে ১২১ শিশু জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
১-৯ বছর বয়সি শিশুরাই বেশি আক্রান্ত। মূলত জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি ও ধূপগুড়িতে অসুস্থতার সংখ্যা বেশি। রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিশু ওয়ার্ডে বাড়ানো হয়েছে আরও ৫৫টি বেড।
ফলে এই মুহূর্তে বেডের সংখ্যা ১৭৬।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিজনাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে সুস্থতার হার অনেক ভাল। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য দফতর।