টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ (South Bengal)। ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) শক্তি হারিয়ে বাংলায় প্রবেশ করেছে। সোমবারও সারাদিন বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। মঙ্গলবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে। টানা বৃষ্টির ফলে প্রভাব পড়েছে রাজ্যের উপকূলের বেশ কিছু অংশে। দিঘা ও বকখালিতে উত্তাল সমুদ্র। গোসাবা, সাগর, মৌসুনীতে সমুদ্র বাঁধ উপচে জল ঢুকল গ্রামে। রাজ্যের বিভিন্ন নদীর জলস্তরও বাড়ছে। নজরদারি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক টিম।
কলকাতায় দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রস্তুত প্রশাসন। কলকাতা পুরসভা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কন্ট্রোল রুম খুলেছে। তৈরি রয়েছে দমকলও। কন্ট্রোল রুম খুলে নজর রাখছে বিদ্যুৎ দফতরও। জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করে নজরদারি চালানো হচ্ছে।