বঙ্গোপসাগর (Bay if Bengal) থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Jawad)। উত্তাল হয়ে উঠেছে পুরীর সমুদ্র। পর্যটক এবং স্থানীয়দের উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ওড়িশার প্রায় সর্বত্র শুরু হয়েছে প্রবল বৃষ্টি। কড়া নজরদারি করছে প্রশাসন। সক্রিয় রয়েছে বিপর্যয় মোকাবিলা টিমও।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাওয়াদের ভ্রুকূটি ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই পুরীতে বৃষ্টির সঙ্গে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা মনে করছেন এই ঘূর্ণিঝড় পুরীর (Puri) উপকূলবর্তী কোনও এলাকাতও আছড়ে পড়তে পারে। রবিবার বিকেলে পুরী উপকূলে আছড়ে পড়ার পরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলেও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদদের কথায় ঘূর্ণিঝড়ের এখনও পর্যন্ত যা অবস্থা তাতে ওড়িশা উপকূলে আছড়ে পড়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। উপকূলে আছড়ে পড়ার পরেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড়ের কারণে প্রবল সতর্কতা নেওয়া হয়েছে অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী জেলাগুলিকে। শ্রীকাকুলাম, ভিডিয়ানগরম ও বিশাখাপত্তনম থেকে প্রায় ৫৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। মৌসমভবন জানিয়েছে শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল বিশাখাপত্তনম থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে। পুরী থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দক্ষিণ - দক্ষিণ পশ্চিমে। পারাদ্বীপ থেকে এর দূরত্ব ছিল ৫১০ কিলোমিটার।
Cyclone Jawad effect : নিম্নচাপের জেরে সকাল থেকেই আকাশের মুখভার, বৃষ্টি শুরু পূর্ব বর্ধমানে