অতিমারীর বিরুদ্ধে লড়াইতে ভারতের পাশে থাকার আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভারতকে অবিলম্বে প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ, এবং মেডিকাল যন্ত্রপাতি পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন বাইডেন। "এর আগে অতিমারীর প্রথম পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। এখন আমরাও ভারতের দরকারের সময় সাহায্য করতে প্রস্তুত", একটি টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন ভাইস প্রেসিডেন্টও টুইট করে জানিয়েছেন অতিমারীর দ্বিতীয় ঢেউ সামাল দিতে ভারতের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রাখছে আমেরিকা।