বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) তৃণমূলে (TMC) যোগদান নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাংলা গানের কারিগর কবীর সুমন (Kabir Suman)। তৃণমূলের টিকিটে জিতে যাদবপুরের সাংসদ হয়েছিলেন সুমন। দলের সঙ্গে সাময়িক দূরত্ব কাটিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তে ফিরে এসেছেন তিনি৷ তীব্র বিজেপি বিরোধী হিসাবে পরিচিত কবীর সুমন নিজেকে তৃণমূল সমর্থক বলেই পরিচয় দেন।
বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পর তিনটি ফেসবুক পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন, তাঁর কাছে সবার আগে আত্মমর্যাদা। বাবুলের সঙ্গে তাঁর পুরনো বিবাদ এবং মমতার প্রতি বাবুলের কটাক্ষের প্রসঙ্গ টেনে আধুনিক বাংলা গানের এই কিংবদন্তি শিল্পীর মন্তব্য,'ফেরত না দিয়ে মরব না'। এমনকি, চারপাশের পরিস্থিতি দেখে তাঁর নতুন দল তৈরির কথা মনে হয় বলেও জানিয়েছেন সুমন।
Babul Supriyo: রাজ্যসভা নাকি মন্ত্রীসভা- বাবুলের গন্তব্য নিয়ে তুঙ্গে জল্পনা
বাবুলের প্রসঙ্গে সুমন উল্লেখ করেছেন আসানসোলের সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা। ইমাম রশিদির নাম টেনে তাঁর বার্তা, ওই অপরাধে ক্ষমা নেই।