ফের কাবুল বিমান বন্দরের সামনে বিস্ফোরণ। ২৬ তারিখের পর ফের জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল বিমান বন্দর।
হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গি সংগঠন। মার্কিন আশঙ্কা সত্যি করে ফের বিস্ফোরণের ঘটল।হামলার আশঙ্কা প্রকাশ করে আজই বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিস্ফোরণে হতাহতের এখনও কোনও পরিসংখ্যান মেলেনি।
বড়সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।মার্কিন নাগরিকদের লক্ষ্য করে রকেট হামলা। আমেরিকার ড্রোন হামলার বদলা আইএস খোরাসানের। কাবুলের খোয়াজাবুগরা এলাকাতে রকেট হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।