মুম্বইয়ের অন্যতম বড় পুজো মুখোপাধ্যায় বাড়ির পুজো । এখন বেশি পরিচিত কাজল ও রানি মুখোপাধ্যায়ের বাড়ির পুজো হিসাবে । আর কাজলের কাছে বাড়ির দুর্গাপুজোটা সত্যিই খুব স্পেশাল । এই একটা দিনই তো পরিবারের সবাই এক হন । কিন্তু গত বছরটা পুজোতে আসতে পারেননি কাজল । করোনা আবহে বাড়িতে মন খারাপ করে পুজোটা কাটাতে হয়েছিল । এবারটা আর মিস করতে চাননি । সপ্তমী থেকেই পুজোয় রয়েছেন । । এতদিন পর বাপের বাড়ির সবাইকে কিছুক্ষণের জন্য ইমোশনল হয়ে পড়েন । কাকার কাঁধে মাথা রেখেই কেঁদে ফেলেন অভিনেত্রী । যদিও, কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নেন ।
এবারে পুজোতে শাড়িতেই সাজিয়েছেন অভিনেত্রী নিজেকে । সপ্তমীর রাতে কাজলকে দেখা গিয়েছে রানি রঙের শাড়িতে । অষ্টমীতে নীল রঙের শাড়িতে গর্জাস লাগছিল অভিনেত্রী । বুধবার সকালে ছেলেকে সঙ্গে নিয়েই পৌঁছে যান মণ্ডপে । অঞ্জলি দেন ও প্রতিবারের মতোই পুজোয় ভোগ বিতরণ করেন ।
সপ্তমী থেকেই মুখোপাধ্যায় বাড়িতে তারকারা ভিড় করছেন । এই তালিকায় রয়েছেন সুমনা মুখোপাধ্যায়, মৌনী রায় প্রমুখ ।