মৃত বিজেপি কর্মীর (BJP) দেহ নিয়ে বিক্ষোভের ব্যবস্থা নিল প্রশাসন। নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) -সহ একাধিক নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কালীঘাট থানার পুলিশ (Kalighat Police Station)।
পাল্টা তিন বিজেপি সাংসদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তুলে ডিসি সাউথের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৃহস্পতিবার সন্ধে নাগাদ মানস সাহার মৃতদেহ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হয়।
মিছিলটি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতেই তা আটকায় পুলিশ। বিজেপি নেতাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।