আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট (US President) পদে বসলেন কমলা হ্যারিস (Kamala Harris)। শুক্রবার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। অ্যানোয়াল মেডিকেল চেকআপের জন্য ব্যস্ত ছিলেন জো বাইডেন (Joe Biden)। যার ফলে কিছুক্ষণের জন্য এই দায়িত্ব পেলেন কমলা হ্যারিস।
আমেরিকায় প্রথম মহিলা হিসেবে ভায়েস প্রেসিডেন্ট (Vice President) পদে বসেন কমলা হ্যারিস (Kamala Harris)। দেশের ২৫০ বছরের ইতিহাসে কোনও মহিলা প্রেসিডেন্ট পায়নি আমেরিকা । হোয়াইট হাউজ় (White House) সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কোলনোস্কপি করান প্রেসিডেন্ট বাইডেন। এই সময় এক ঘণ্টা ২৫ মিনিট হোয়াইট হাউজ় থেকে প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন কমলা হ্যারিস।
হোয়াইট হাউজ়ে এই ধরনের ঘটনা আগেও হয়েছে। প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ (George W Bush) ২০০২ ও ২০০৭ সালে কিছুক্ষণের জন্য প্রেসিডেন্ট পদ ছাড়েন। আমেরিকান সংবিধানের তিন নম্বর ধারায় এর আইন আছে। ১৯৮৫ সালে প্রাক্তন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও (Ronald Reagan) কিছুক্ষণের জন্য ক্ষমতা হস্তান্তর করেন জর্জ এইচ ডব্লিউ বুশকে।